টাঙ্গাইলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৩১ পিএম, রোববার, ২৭ অক্টোবর ২০১৯ | ৭২১

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা আবাসিক হোটেল থেকে রোববার(২৭ অক্টোবর) সকালে নুরুন্নবী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর ফাঁড়ির পুলিশ। 

নিহত নুরুন্নবী(৭০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরুল নবী সিদ্দিকীর ছেলে। 

পদ্মা আবাসিক হোটেলের মালিক সাজিদ আহমেদ বলেন, তিন দিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসে নুরুন্নবী ওই হোটেলে ওঠেন। 

রোববার(২৭ অক্টোবর) সকালে হোটেলের পার্টনার বাবুল তার রুম আটকানো দেখে ডাকতে থাকলেও কোন সাড়া না পেয়ে হোটেল মালিককে জানায়। 

খবর পেয়ে সদর ফাঁড়ি পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।  

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।