কুমদিনী হাসপাতালে মৃত অন্তসত্বা নারীর করোনা ছিলনা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ৬২৫

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যাওয়া অন্তস্বত্বা নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

সোমবার (২০ এপ্রিল ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম ।

কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা গেছে, ছয় সপ্তাহের অন্তসত্বা ওই নারী শরীরে রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে বুধবার (১৫ এপ্রিল) কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শরীরে ওইদিনই অস্ত্রোপচার করা হয়।

গত শুক্রবার (১৭ এপ্রিল ) সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট, জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে রাতে তাঁকে আইসোলেশনে রাখা হয়।

গত শনিবার (১৮ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে ওই দিন সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। রাতে তাঁর মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এদিকে স্ত্রীর মৃত্যুর পর মুঠোফোনে ওই নারীর স্বামী অভিযোগ করে আসছিলেন, তাঁর স্ত্রীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ওই নারীর করোনা শনাক্ত হয়নি। তিনি অন্য কোনো কারণে মারা যেতে পারেন।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক এ বি এম আলী এহসান বলেন, গৃহবধূর শরীরে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা ঠিকই ছিল। যেহেতু করোনা শনাক্ত হয়নি, তাই এয়ার অ্যাম্বুলিজমের মতো কোনো কারণে হয়তোবা তিনি মারা গেছেন।