কর্মহীনদের মাঝে দক্ষিণ আফ্রিকা প্রভাসীর খাদ্য সহায়তা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৮ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ৬৪০

টাঙ্গাইলের মির্জাপুরে নুর এ হানিফা ফাউন্ডেশনের পরিচালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. লিটন মিয়া একশ কর্মহীনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে তার নিজ গ্রাম উপজেলার থলপাড়াতে এই খাদ্য সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সোহেল, ইউপি সদস্য আফজাল হোসেন, থলপাড়া মাদরাসার সভাপতি রেজাউল করিম প্রমুখ।

এর আগেও তিনি মির্জাপুর পৌর এলাকার দেড় শতাধিক কর্মহীনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।