সরকারি ২২ বস্তা চাল জব্দ


টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল পাচার ও মজুদের অভিযোগে সবুজ নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সবুজ উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুচর গ্রামের ডিলার আব্দুল গনির ছেলে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল বিতরণ না করে হাদিরা ইউনিয়নের ডিলার আব্দুল গনি তার গুদামে চাল মজুদ রাখে। খবর পেয়ে ওই চাল পাচারকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২২ বস্তা চাল জব্দ করেন।
এসময় ডিলার গণি ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডিলার গণির ছেলে সবুজকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।