ভোলায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক


ভোলার চরফ্যাসনের শশীভূষণে ৪৫ পিস ইয়াবাসহ বারেক গোলদার (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ।
শনিবার(১৮এপ্রিল) দুপুরে হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জাকির হোসেনের মুদি দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বারেক গোলদার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মৃতঃ আঃ আজিজ গোলদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কমলেশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকির হোসেনের মুদি দোকান সংলগ্ন এলাকা থেকে মাদক বিক্রির সময় বারেক গোলদার নামের এক ব্যাক্তিকে ৪৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত বারেক গোলদার পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।
ভাড়ায় মোটরসাইকেল চালানোর আড়ালে সে দ্বীর্ঘদিন যাবত মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলেন এমন তথ্য পুলিশের কাছে থাকলেও প্রমানের অভাবে তাকে আটক করতে পারেনি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আটককৃত বারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।