সাবেক মেয়র মুক্তির দুই হাজার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৩ এএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | ১০২৩

করোনা প্রতিরোধে,টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি দূরে থাকা সত্যেও তার নির্দেশনায় আবারও অসহায় ও দূরস্থ মানুষের মাঝে দুই হাজার খাদ্য সামগ্রী বিতরণ করেছে তার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সারা দিন টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে তার নির্দেশে বিভিন্ন নেতাকর্মীরা এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অসহায় ও দূরস্থ লোকজন বাড়ী বাড়ী খাদ্য-সামগ্রী পেয়ে বলেন, সাবেক মেয়র মুক্তি দূরে থেকে যে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। আমরা তার জন্য দোয়া করি।

সাবেক টাঙ্গাইল জেলার ছাত্রলীগ সভাপতি রাজিব বলেন,সারাবিশ্বে যে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে তা থেকে বাংলাদেশ কে প্রতিরোধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের নেতাকর্মীদের দূরস্থ ও অসহায় লোক জনের পাশে থাকার নির্দেশ দেন এর প্রেক্ষিতে পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ভাইয়ের নির্দেশনায় আমরা টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে আবারও দুই হাজার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা গত পরশু ৩০মার্চ প্রায় দশ হাজার মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছি।

তিনি আরো বলেন,এটুকুতেই সীমাবধ্য নয়। মুক্তি ভাইয়ের নির্দেশ টাঙ্গাইলের যতো দূরস্থ ও অসহায় মানুষ আছে তাদের পাশে দ্বারাতে বলেছেন।