ভোলায় কঠোর অবস্থানে প্রশাসন ও নৌবাহিনীর সদস্যরা

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ০৩:০৮ পিএম, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | ৫৯৯

প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেণ্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে নৌবাহিনী ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সাথে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা।

সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ী,ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেন এবং পাশাপাশি সরকারের দেওয়া নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে মাইকিং করে তারা জানিয়ে দেন।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, প্রানঘাতী করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসাধারনকে হোক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে।

উল্লেখ্যঃ প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে জেলা প্রশাসনের সাথে একযোগে কাজ জন্য চার প্লাটুর নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।