ফলদ বৃক্ষ মেলা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, রোববার, ২৯ জুলাই ২০১৮ | ৫০১

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুরু হয়েছে।

রোববার (২৯ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, শোভাযাত্রা, মেলা উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী, সহকারি (ভূমি) কর্মকর্তা শরিফ আহম্মেদ, কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ রাসেদুল প্রমুখ।