মির্জাপুরে ভাতগ্রাম ইউপি যুবলীগের কমিটি গঠন


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা এম.হো.সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম অধিবেশনে ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগের সদস্য মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ জিয়ারত হোসেন সেলিম, উপজেলা কৃষকলীগের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন মনজু, ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী হেসেন, শহিদুর রহমান,মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসীন ইসলাম মিনহাজ, সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটির পরিচালনা করেন ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মালেক তালুকদার।
দিত্বীয় অধিবেশনে রফিক সিকদার সভাপতি, রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক ও কোরপান মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।