মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় আহত অন্তত ৩০, নিখোঁজ ১


টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় গাড়ি খাদে পড়ে অন্ততপক্ষে ৩০জন আহত হয়েছেন। এ ঘটনায় ৭মাসের একটি শিশু নিখোজ রয়েছে বলে জানা গেছে।
বুধবার বেলা ১২টার দিকে গাজীপুর থেকে ছেড়ে আসা মধুপুরমুখী বাস টাঙ্গাইল-জ ০৪-০১৫৩ গাড়িটি উপজেলার মাছরাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌছালে গাড়িটি অন্য আর একটি গাড়িকে অতিক্রম করতে চেষ্টা করে অতিক্রম করতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলের সাথে ফায়ার সার্ভিস স্টেশন থাকায় খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ চালায় মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্য। খবরটি দ্রুত জানাজানি হলে ঘটনাস্থলে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, (মির্জাপুর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অফিসার ইনচার্জ মির্জাপুর থানা একেএম মিজানুল হক প্রমুখ।
তারা জানান খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিস সুত্র জানান, আহতদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেরকে দেখতে দ্রুত হাসপাতালে চলে যান ইউএনও ইসরাত সাদমীন।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল পোদ্দার জানান, এ দূর্ঘটনায় আহতের মধ্যে ৮জনের অবস্থা গুরুতর, তবে একজনের অবস্থা খুবই গুরুতর বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন জানান, নিখোঁজ বাচ্চাটিকে উদ্ধারে কাজ চলছে। বর্তমানে উক্ত খাদ থেকে পানি সেঁচের কাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।