টাঙ্গাইলে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল

গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা এসে সমবেত হয় পরে মিছিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষিন শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে পথসভার আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক আনিস চৌধুরী, করোটিয়া সাদ’ত বিশ^বিদ্যালয়ের কলেজের সাবেক জি.এস বাবুল, টাঙ্গাইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন শহর বিএনপির যুগ্ম সধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসাম শফি প্রমুখ।
এ পথসভায় পরিচালনায় ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা।
টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন বক্তব্যে বলেন গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্ধি গতানুগতি ভাবে বৃদ্ধি পাচ্ছে অতিবিলম্বে এসমস্যা সমাধান না হলে টাঙ্গাইলে জেলা বিএনপির একাংশের পক্ষ থেকে আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, যুবনেতা মেহেদী হাসান মৃদুল, মিজানুর রহমান সাজু, তৌহিদ লিখন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।