মির্জাপুরে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে টাঙ্গাইলের মির্জাপুরে সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছে এন্টি কবেড ১৯ স্কোয়াড নামে একটি গ্রুপের সদস্যরা।
জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) সকালে একযোগে মির্জাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এ সময় করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সাধারণ মানুষের মাঝে লিফলেটও বিতরণ করা হয়। পৌর শহরের বিভিন্ন এলাকায় মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন- আজমল হোসেন অনিক, মো. মিল্টন, শাওন রহমান, মারুফ হোসেন, এনামুল হাসান সাজিত, মো. ওয়াকিল আহমেদ, নওসাদ আহমেদ, আকাশ আহমেদসহ অনেকে।
গ্রুপের সদস্য আজমল হোসেন অনিক বলেন, এ গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ কার্যক্রমটি তারই একটি অংশ। মূলত যাদের পক্ষে মাস্ক ও হাত ধোয়ার সাবান কেনা কষ্টকর, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। এসব কাজ গ্রুপের সদস্যদের নিজস্ব অর্থায়নেই করা হয় বলেও জানিয়েছেন তিনি।