নাগরপুরে শীর্ষে নয়ান খান স্কুল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, সোমবার, ২৩ মার্চ ২০২০ | ৬৫২

টাঙ্গাইলের নাগরপুর জেএসসি ফলফলে এবারও শীর্ষে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রতিবারের ন্যায় সাফল্যেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে উপজেলার এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের জেএসসি পরীক্ষায় উপজেলায় মোট ২৩টি ট্যাল্টেপুল বৃত্তির মধ্যে নয়ান খান মেমোরিয়াল বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে ১৬টি।

এছাড়া যদুনাথ সরকারি মডেল স্কুল ২টি, নাগরপুর শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ১টি, ঘুনিপাড়া আব্দুর রশিদ ১টি ,জরিপননেছা ২টি ও এম বোরহান উদ্দিন ১টি বৃত্তি লাভ করেছে। ট্যাল্টেপুল ছাড়াও নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবছে ৫টি সাধারন গ্রেডেও বৃত্তি লাভ করেছে।