ঘাটাইল সেনানিবাসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন


টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(১৭ মার্চ) সকালে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস ও বঙ্গবন্ধু সেনানিবাসে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও রোড মার্চের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এছাড়া প্রামান্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।