নাটোরে সপ্তাহব্যাপী একুশের বই মেলা শুরু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ পিএম, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৮২১

নাটোরে সপ্তাহব্যাপী একুশের বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কানাইখালী মাঠে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ আনুষ্ঠানিকভাবে এই বই মেলায় উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম এবং নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন। জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, প্রকাশক ও বিক্রেতা এবং লেখকদের ব্যক্তিগত উদ্যোগে মোট ৫০টি স্টল দেয়া হয়েছে।

মেলা চত্বরে প্রতিদিন বিকেলে আলোচনা সভা, বইয়ের মোড়ক উম্মোচন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।