ভূঞাপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত


টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার সহস্রাধিক আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীদের নজিরবিহীন উপস্থিতিতে উৎসবের শহরে পরিণত হয় ভূঞাপুর । সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি ছোট মনির।
এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অাব্দুল হালিম অ্যাডভোকেট, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদ, কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহী উদ্দিন অাহমেদ, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান অালিফ নুর মিনি, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ অাওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।