মধ্যরাতে সাংবাদিককে সাজা দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন


বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আয়োজিত মানববন্ধনে সাংবাদিকের মুক্তি ও দোষীদের শাস্তির দাবী জানানো হয়।
সোমবার ( ১৬ মার্চ) বেলা ১১টার দিকে ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ অালম প্রামানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অাব্দুর রাজ্জাক, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সোহেল তালুদার , প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাভেক সভাপতি অাসাদুল ইসলাম বাবুল, অাতারুর রহমান তালুকদার মিন্টু।
বক্তারা অনতি বিলম্বে গ্রেফতার হওয়া সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তি ও জেলা প্রশাসকসহ পরিচালিত মোবাইল কোর্টের সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।