ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত


ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোপালপুরের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরো একা আরোহী পঙ্গু হসপিটাল ঢাকা চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে ।
শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর মৌলবী (৫০) উপজেলার উত্তর ভূটিয়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমর মৌলবী চরমোনাই পীরের দরবার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে দেলদুয়ার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
রবিবার সকালে নিহতের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।