মধুপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ | ৫৫৯

টাঙ্গাইলের মধুপুর উপজেলার থানা এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ মনির আহম্মেদ (৪৮) ও স্ত্রী সাজেদা বেগম (৪০) কে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

জানাযায়, উপজেলার থানা পাড়ার একটি বাসায় দীর্ঘদিন যাবৎ তারা মাদক দ্রব্যসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে আসছিল। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ তাদেরকে ২৫ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।

মনির আহম্মেদ ও স্ত্রী সাজেদা বেগম মধুপুর পৌর হাটখোলা নতুন বাজার এলাকার বাসিন্দা। মনির আহম্মেদের গোটা পরিবারই এ পেশার সাথে জড়িত বলে জানাযায়। পরে তাদের বিরুদ্ধে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।