বেনাপোলে হেরোইন সহ আটক-১

মোঃ সাগর হোসেন,যশোর
প্রকাশিত: ০৬:২১ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৬৮১

বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০ গ্রাম হেরোইন সহ ইসমাইল নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত্রে তাকে বেনাপোল পোর্ট থানার পুলিশ আটক করে।

আটককৃত ইসমাইল হোসেন থানার সাদিপুর গ্রামের আইনুদ্দিন বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এএসআই শাহিন ফরহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত আসামীর নামে মামলা হয়েছে।

এ ব্যাপারে ওসি মামুন খান বলেন, আটককৃত মাদক ব্যবসায়িকে যশোর আদালতে পাঠানো হয়েছে।