নাটোরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক মহিলা সমাবেশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৭ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৪১৯

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক এক মহিলা সমাবেশ মঙ্গলবার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন নাটোরের জেলা তথ্য অফিসার মো: মিজানুর রহমান।

প্রধান অতিথি সমাবেশে বক্তৃতাকালে মায়েদের মানসিক ও শারীরিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সেইসাথে শিশু কিশোরদের দেশ ও জাতির নেতৃত্বের উপযোগি নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও মায়েদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান।  

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের যথাযথ বিকাশ সর্ম্পকে এ মহিলা সমাবেশে বিস্তারিত আলোচনা করা হয়।

গুজব, সন্ত্রাস, মাদকাশক্তি ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহবান জানান সমাবেশের বক্তারা।

সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সঙ্গীত পরিবেশন করা হয়। সমাবেশে পাঁচ শতাধিক মা ও শিশু অংশ গ্রহণ করে। নাটোর  জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত ১০টি বিশেষ উদ্যোগ, ১০ মেগা প্রকল্প ও ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের সুফল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন।