আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়তন ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | ৫৭৫

টাঙ্গাইলের কালিহাতিতে আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়তন ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কৃষি কলেজের আয়োজনে কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষক আজাদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আবু হাসেম।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, স্থানীয় বি এম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, নারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই উপ-সহকারি কৃষি অফিসার হিসেবে সদ্য চাকুরী পাওয়া ও বর্তমানে বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় কলেজের সকল শিক্ষকবৃন্দ ও বর্তমানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।