মাভাবিপ্রবিতে শহীদদের স্মরণে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৭ পিএম, সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | ৯৫৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগস্টে নিহত সকল শহীদদের স্মরনে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরস্থ শাহ নাসির উদ্দিন বোগদাদী এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খাবার বিতরন শেষে এতিমখানার উন্নয়নে ছাত্রলীগের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও কর্মী মানিক শীল এতিমদের হাতে দুটি বৈদ্যুতিক পাখা তুলে দেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম এবং শিক্ষক সমিতির সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।