জমকালো আয়োজনের মধ্য দিয়ে  বন্ধন কালিহাতীর বনভোজন অনুষ্ঠিত

শুভ্র মজুমদার,কালিহাতী
প্রকাশিত: ০৫:২০ পিএম, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ | ৪৪৭

জমকালো আয়োজনের মধ্য দিয়ে "বন্ধন কালিহাতী'র" বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঐতিহ্যবাহী স্থান রসূলপুর স্বপ্নীল বার্ডস পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।

বনভোজনকে আনন্দদায়ক করার জন্য স্বপ্নীল বার্ডস পার্কের স্পটে অতিথি এবং বন্ধনের সদস্যদের অংশগ্রহণে  বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনভোজনে স্বপ্নীল বার্ডস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় বনভোজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, ঢাকা সিআইডির এডিশনাল এসপি আসফিকুজ্জামান আকতার।

স্বপ্নীল বার্ডস পার্কের বিভিন্ন স্পট পরিদর্শন শেষে বিকেলে বন্ধন কালিহাতী'র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টোর সভাপতিত্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাগরিকা, উপমা তালুকদার, সুজন বাউলা, শরীফসহ অন্যান্য শিল্পীবৃন্দ সংগীত ও বন্ধন কালিহাতী'র সদস্যরা গানের তালে তালে নৃত্য পরিবেশন করে। 

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার,বন্ধন কালিহাতী'র সাধারণ সম্পাদক সুদীপ কুমার দত্ত মানুসহ বন্ধন কালিহাতী'র সকল সদস্যবৃন্দ।

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বন্ধন কালিহাতীর সদস্য আতিকুর রহমান ফরিদের সঞ্চালনায় বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন, বন্ধনের সদস্য বিনয় কর্মকার, সাজু আহমেদ, শেখর দেবনাথ ও আলমগীর হোসেন।

এ বনভোজনকে কেন্দ্র করে বন্ধনের সকল সদস্যদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।