বুধবার মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজত

অালোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭ | ৪০৩

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানাবে হেফাজতে ইসলাম। আগামী বুধবার বেলা ১১টায় দূতাবাস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতা নূর হোসেন কাসেমি।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

বিক্ষোভে আরও উপস্থিত মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আবদুর রহীম কাসেমী প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন।