ওয়ালটন প্রথম বিভাগ ফুটবল লীগে ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | ৫৪১

ওয়ালটন প্রথম বিভাগ ফুটবল লীগে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাহিদের দেয়া একমাত্র গোলে তারা গতবারের চ্যাম্পিয়ন পুলিশ ফুটবল একাদশকে পরাজিত করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর মেহরাব হোসাইন আসিফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল প্রমুখ।

খেলার শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে দু’দল। কিন্তু প্রথমার্থের ৪ মিনিটের মাথায় পুলিশ একাদশের জালে বল প্রবেশ করার করান ইস্ট বেঙ্গলের জাহিদ।

১-০ তে পিছিয়ে পড়ায় ছন্দ হারায় পুলিশ একাদশ। এলোমেলো ফুটবল খেলে প্রথমার্ধ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে যায় পুলিশ একাদশ। কিন্তু ইস্টবেঙ্গলের গোল রক্ষক রেজাউল করিম ভাগ্যের দক্ষতায় গোল পরিশোধে ব্যার্থ হয় তারা। ফলে গেলোবারের সুখস্মৃতি আর এবারের রানার্সআপ হয়েছে টুর্নামেন্ট শেষ করতে হয় তাদের। আর এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ইস্টবেঙ্গল।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইস্টবেঙ্গল ক্লাবের গোলরক্ষক রেজাইল করিম ভাগ্য।