বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | ৪৫৪

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া শহর ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বনপাড়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মানিক রায়হান, সাবেক সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ, সাবেক সম্পাদক শফিকুল ইসলাম, বনপাড়া শহর ছাত্রলীগ সভাপতি সাকিব সোনার ও সম্পাদক আতিকুর রহমান পিয়াস বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।