দলীয় সম্ভাব্য প্রার্থীতার
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা সরগরম


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। প্রচারণার ক্ষেত্রে দেখা যায় দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী হিসেবে চকরিয়া পৌরসভা সহ ১৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে-গঞ্জে কিংবা ষ্টেশন-বাজারে প্রার্থীদের রঙ্গিন পোষ্টার, ফেস্টুন, ব্যানার ও পেইজবুক ষ্ট্যাটাসের মাধ্যমে সরগরম উপজেলা পর্ষদের নির্বাচনী প্রচারণার আমেজ।
এছাড়া সম্ভাব্য ডজন খানিক দলীয় প্রার্থীরা প্রতিনিয়ত নিজেদের সমর্থক কিংবা নেতাকর্মী নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে-গঞ্জে গণ সংযোগ করতে দেখা যাচ্ছে। ফলে শুরু হয়ে গেল উপজেলা নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী কৃষি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক অত্র উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, অত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপির ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, অত্র উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ক্রীড়াবীদ ফজলুল করিম সাঈদী, সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার সৈয়দ আলম, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আমিনুল রশিদ দুলাল।
ভাইস চেয়ারম্যান পদে থাকছেন বর্তমান অত্র উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নির্যাতিত নেতা শাহনেওয়াজ তালুকদার সহ আরো ২-৩ জনের প্রচারণাবিহীন নামের গুঞ্জন শোনা যাচ্ছে। ফলে চকরিয়াতে জমে উঠেছে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা।
উক্ত নির্বাচন মাঠেরপ রেফারী হচ্ছেন, নব নির্বাচিত সাংসদ আলহাজ¦ জাফর আলম এমপি। নির্বাচনী আনুষ্ঠানিকতার প্লেয়ার বা প্রার্থী নির্বাচিত কিংবা মনোনয়ন দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চার বারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।