মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পা শিক্ষাবৃত্তি ২০২০ প্রদান
নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় পথশিশু ও ছিন্নমূল স্কুল স্বপ্নকলি স্কুলের শিশুদের শিক্তাবৃত্তি প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করলো বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পা শিক্ষাবৃত্তি’ ২০২০।
বৃহস্প্রতিবার শিক্ষার্থীদের মাঝে চেক তুলে দেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পার সহধর্মিনী রত্না আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবৃত্তির উদ্যেক্তা বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পার আমেরিকা প্রবাসী একমাত্র কন্যা সুমনা আহম্মেদ, জামাতা মিঠু, নাটোরের সিনিয়র গণমাধ্যমকর্মী জুলফিকার আহম্মেদ জোসেফ।
অনুষ্ঠানে স্বপ্নকলির ১৪ জনকে শিক্ষার্থীকে বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
