টাঙ্গাইলে বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ৩০৬

টাঙ্গাইলে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা অফিসার্স ক্লাবে এইড কুমিল্লা কর্তৃক আয়োজিত উইনরক ইন্টার ন্যাশনাল এর আর্থিক সহয়াতায় স্টেক হোল্ডার এসএমসি স্থানীয় নেতা ও সুশিল সমাজ সদস্যদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। কর্মশালা পরিচালনা ও সহযোগিতা করেন এইড কুমিল্লা জেলা সমন্বয়ক মো. শরীফুল ইসলাম।

কর্মশালা সার্বিক সহযোগিতা করেন এস এম ওমর ফারুক। এ সময় আলোচনায় টাঙ্গাইল জেলায় বাল্যবিবাহের হার কমিয়ে কিভাবে সরকার ঘোষিত ১৫% এর নীচে নেমে আনা যায় সেই লক্ষে আলোচনা ও মতামত ব্যক্ত করা হয়।

বল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষে এইড কুমিল্লা গত জানুয়ারী ২০২০ থেকে টাঙ্গাইল জেলা উপজেলার ইউনিয়ন পর্যায়ে এবং কমিউনিটিতে কাজ করে আসছে। বর্তমানে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায় কাজ করছে।