বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারী সকালে স্কুল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
এর আগে সকালে জেলা প্রশাসক শহীদুল ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।
দুপুরে স্থানীয় সাংসদ ক্রীড়া প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রধান শিক্ষক আব্দুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ বজলুর রশিদ,বিন্দুবাসিনী সরকারী বালিকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা প্রমুখ।
