বড়াইগ্রামে রুপরেখা লালন একাডেমীর উদ্যোগে বাউল উৎসব

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | ৫০২

বড়াইগ্রামে রুপরেখা লালন একাডেমীর ১৫ বর্ষ পূর্তি উপলক্ষে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে একাডেমীর সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউল শিল্পীসহ একাডেমির শিক্ষার্থী ক্ষুদে বাউল শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।