ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের ছেলেসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হাসেম আলী, ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০১ পিএম, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭ | ৬১২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকের রাণীশংকৈল উপজেলা থেকে তাদের আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, তুহিন (২৩) সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে ও লাবু রহমান (২৪) হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী তুহিন ও লাবুকে আটক করা হয়। এরপর তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।