টাঙ্গাইল পৌরসভার
সাবেক চেয়ারম্যান শামছুল এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও টাঙ্গাইল শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শামছুল হক এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে শামছুল হক এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা। টাঙ্গাইল জেলা শামছুল হক স্মৃতি সংসদের সভাপতি বাবু শ্যামল হোড় এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মরহুম শামছুল হক এর স্মৃতি চারন করেন তার পুত্র টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হক সানু,
এসময় অন্যান্নর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
মরহুম শামছুল হক এর ৯ম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম জুয়ের, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নূরুল ইসলাম, যুগ্ম সাধারন সসম্পাদক আমিনুল উসলাম সুমন ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গাইল পৌরসভার দুই বারের নির্বাচিত চেয়ারম্যান, টাঙ্গাইল শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামছুল হক ২০০৯ সালের ৪ঠা ডিসেম্বর সিরাজগঞ্জ এর এনায়েতপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
মোল্লা তোফাজ্জল