জুয়াড়িদের গ্রেপ্তারের দাবিতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ বিক্ষোভ


টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়াড়িুদের গ্রেপ্তারের দাবিতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে পৌর সভার ঘাটান্দি এলাকার সর্বস্তরের লোকজন ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে এই কর্মসূচী পালন করে।
এর আগে বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইবরাহীম খাঁ সরকারি কলেজ হয়ে বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে আধাঘন্টা অবরোধ করে রাখা হয়।
এ সময় বক্তারা জানান, জুয়া আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের জুয়াড়ি সন্ত্রাসী হামলা চালায়। এতে ৪ জন সাংবাদিক গুরুতর আহত হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পেড়িয়ে গেলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
মূলহোতা ফজল মন্ডলসহ জুয়াড়িরা এখন ঘুরে বেড়াচ্ছে। এ সময় তারা মূলহোতাদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে সমাবেশে বক্তারা হুশিয়ারি দেন।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম আজাহার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাবেক কাউন্সিলর রাশিদুল ইসলাম তালুকদার সেলিমসহ ঘাটান্দি গ্রামের লোকজন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কমের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়।
এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়।
এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।