সখীপুরে একই রাতে ৫টি গরু চুরি

সখীপুর (টাঙ্গাইল)সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৪ পিএম, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | ৫০০

টাঙ্গাইলের সখীপুরে একই রাতে তিন লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে।

রবিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের খলিল মিয়ার ২টি এবং একই গ্রামের রহিজ উদ্দিনের ৩টি গরু চুরির ঘটনা ঘটে। কষ্টাজির্ত উপার্জনে ক্রয়কৃত গরু চুরি হওয়ায় ভেঙে পড়েছেন গরুর মালিকরা।

জানাযায়, প্রতিদিনের মত সন্ধ্যায় তাদের গোয়াল ঘরে খলিল ও রহিজ উদ্দিন গরু বেধে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। আশপাশে গরু চুরির ঘটনায় রাত ২টা পর্যন্ত তারা গোয়াল ঘর পাহাড়া দেন। সোমবার ভোরে ঘুম থেকে গোয়াল ঘরের তালা ভাঙ্গা এবং ঘর ফাঁকা দেখতে পেয়ে কেঁদে ওঠেন।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন- গরু চুরির ঘটনায় কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।