চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:১০ এএম, রোববার, ২ জুন ২০১৯ | ৮৪৯

আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় মোছাঃ সামসুন্নাহার (৩২) এর জীবন। জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। দুটো কিডনি নষ্ট সহ থাইরয়েড সমস্যা দেখা দিয়েছে। তিনি স্বাভাবিকভাবে কিছু খেতে পারেন না। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন সহ উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অসুস্থ সামসুন্নাহার এর পিতা সুলতান আলী একজন মহল্লাদার (গ্রাম পুলিশ)।

দরিদ্র পিতা একমাত্র মেয়েকে এমএ পাশ করিয়েছেন, আর ছেলে দুটোর মধ্যে বড়টি বিএ পাশ করে বেকার ও ছোট ছেলে ডিগ্রীতে অধ্যয়নরত। ভূমিহীন সুলতান জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই, বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়ায় সরকারি খাস সম্পত্তিতে বসবাস করেন।

এমতাবস্থায় সামসুন্নাহারের অসহায় ও নিরুপায় পিতা মেয়ের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে কিডনি দান ও আর্থিক সাহায্য কামনা করেছেন। অসহায় সামসুন্নহারের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে- ০১৭৪৩২৪২৯৩১। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ সুলতান আলী, অগ্রনী ব্যাংক, বাগাতিপাড়া শাখা, নাটোর। অনলাইন হিসাব নং- ০২০০০০৭৬১২৮৮৩।