মির্জাপুরে ১৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬ পিএম, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ | ৮৬৮

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন  টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

বিজয় মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান  মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্ব করেন।

বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।

এসময় স্থানীয় সাংদের সহধর্মিনী ঝর্ণা হোসেন, সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক, ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা আ.লীগের সহ-ভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আ,লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন এবং জেলার সকল উপজেলার ইউএনওসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মেলা মাঠে দর্শনার্থীদের উপচেপড়প ভীড় ছিল।