কালিহাতী কলেজ পরিচালনা পরিষদের সবংর্ধনা অনুষ্ঠিত

কালিহাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৯ পিএম, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭ | ১৪৫৯

টাঙ্গাইলের কালিহাতী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সবংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ প্রতিষ্ঠিত কালিহাতী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ তনয়া বৃহত্তর ময়মনসিংহের প্রথম মহিলা ব্যারিস্টার, ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা সিরাজ)।

এ উপলক্ষে ২৯ নভেম্বর বুধবার দুপুর ১ টায় কলেজ মিলনায়তনে কলেজের পক্ষ থেকে সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ, দাতা সদস্য রাবেয়া সিরাজ সহ নবগঠিত পরিচালনা পরিষদের সকল সদস্যদের সবংর্ধনা প্রদান করা হয়।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ তার বক্তৃতায় সুশৃংখল শান্তিপূর্ণ পরিবেশে কলেজ পরিচালনা ও সার্বিক উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক মন্ডলী, নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ সহ পরিচালনা পরিষদের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনার পাশাপাশি শুভানুধ্যায়িদেরও সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা হলো প্রতিষ্ঠাতা সদস্য শাজাহান সিরাজ, মাউশি অধিদপ্তরের ডিজির প্রতিনিধি ড.দেবপ্রিয় ভট্রাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি ব্যারিস্টার ওমর সাদাত, অভিভাবক সদস্য মোঃ আমিনুল ইসলাম আমিন, মোঃ আখতারুজ্জামান, মোঃ মিনহাজ আলী মিঞ্জু, হিতৈষী সদস্য মো.শাজাহান মোর্শেদ, শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, এ কে এম আব্দুল আউয়াল, তাহমিনা হোসেন এবং সদস্য সচিব ও অধ্যক্ষ আঃ রহিম।