আওয়ামীলীগের নেত্বতের আজ মুক্তির অগ্রযাত্রা চলছে.. ডা.দিপু মনি


ডা.দিপু মণি বলেছেন এই আওয়ামীলীগের নেত্বতের আজকে আমাদের মুক্তির অগ্রযাত্রা চলছে। বাঙ্গালীর যে ইতিহাস, বাঙ্গালীর যে অর্জন সেই নামের সাথে জড়িয়ে আছে আওয়ামীলীগ। এই আওয়ামীলীগ আমাদের অন্যতম প্রাচীন ও সর্ববৃহৎ দল।
যে দলটি বাঙ্গালীর সকল অধিকার আন্দলনে নেতৃত্ব দিয়েছে। আমাদের স্বাধীনতার ও গনতন্ত্রর ভাগ্য নির্ধারনও নেতৃত্ব দিয়েছে আর সেটা শুধু মাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
কাজেই এই দলটি যে আর্দশ, আমাদের জাতির পিতার যে আর্দশ সেই আর্দশে আমরা কর্মী সংখ্যা বাড়াবো। সেই আর্দশকে যারা বুকে ধারণ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে মানুষের জীবনের মান উন্নত করার লক্ষে শ্রম দিয়ে যাবে সেই সমস্ত লোক আমাদের সংগ্রহ করতে হবে।
এই চেষ্টা তখনই সফল হবে যখন আমরা সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসুচীতে আমরা সবাই সজাগ থাকব। রাজনীতি মানেই দেশ সেবা জনগনের সেবা। আজ বুধবার(২৯নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ সংগ্রহ অভিযান ২০১৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
করোনেশন ড্রামাটিক ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।
সিরাজুল হক আলমগীর এর সভাপতিত্বে ও উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন এড.জোহেরূল ইসলাম যোহের সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ, খন্দকার আশরাফুজ্জান স্মৃতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাবু সুভাষ চন্দ্র সাহা সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়া (বড় মণি) সহ-সভাপতি টাঙাইল শহর আওয়ামীলীগ, নাজমুল হুদা নবীন যুগ্ম সাধারণ সম্পাদক টাঙাইল শহর আওয়ামীলীগ আহমেদ মজিদ সুমন যুগ্ম সাধারণ সম্পাদক টাঙাইল শহর আওয়ামীলীগ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন এম এ রৌফ সাধারণ সম্পাদক টাঙাইল শহর আওয়ামীলীগ।