টাঙ্গাইলে তৃপ্তি বেকারি মালিককে আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | ৫১৬

টাঙ্গাইলে সদর পৌর এলাকার কাজিপুর তুপ্তি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার ০৮ ডিসেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে শহরের কাজিপুর তুপ্তি বেকারি ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আইয়ুবীর বলেন, তৃপ্তি বেকারিতে অশাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ও মেয়াদ উর্ত্তিন্য ক্যামিকেল এবং বিভিন্ন রকমের রঙ ব্যবহার করার দায়ে তৃপ্তি বেকারি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫৩ ধারায় তাদের আর্থিক জরিমানা করা হয়। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।