মির্জাপুরে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান আর নেই


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পশ্চিম) শাখার সভাপতি মো. মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ---------রাজিউন)। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি বাইমাইল গ্রামে।
পরিবার সুত্রে জানা যায়, হঠাৎ করে শুক্রবার রাতে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে রাত ১২টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আজ শনিবার উপজেলার বাইমাইল গ্রামে বাদ আসর জানাযা নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি মো. একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন গভির শোক প্রকাশ করেছেন।
/শামসুল ইসলাম সহিদ