মির্জাপুরে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৬ পিএম, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ | ৪৮৭

টাঙ্গাইলের মির্জাপুরে বালু ভার্তি একটি ট্রাকের চাপায় এক   গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

বুধবার  সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাটুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গার্মেন্টস শ্রমিকের নাম আলহাজ উদ্দিন (৩০)। বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাগাবাড়ি গ্রামে। সে ওই গ্রামের  ছাবের মন্ডলের ছেলে।

সে গোড়াই কমফিট কম্পোজিট মিলে নিটিং অপারেটর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে আলহাজ তার কর্মস্থল কমফিট কম্পোজিট মিলের দিকে হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক আরেকটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক আলহাজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার এস.আই মো. রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে সন্ধায় এই তথ্য নিশ্চিত করেন।