মির্জাপুরে ধানের ন্যায্য মুল্যে কৃষক খুঁশি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৮ পিএম, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ | ৬৬৬

সরকার ঘোষিত আমন ধানের মুল্য ১ হাজর ৪০ টাকা শুনে ভ্যান ভর্তি করে ধান এনে সকাল থেকে অপেক্ষা করছেন মির্জাপুরের প্রত্যন্ত অঞ্চলের দুই কৃষক দীন ইসলাম ও পন্ডিত আলী। উৎপাদন খরচ বাদে এই মুল্যে তারা লাভবান হবে বলে জানান।

বুধবার সকালে উপজেলা খাদ্য গুদামে আমন সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে ওই কৃষকদের এই অনুভুতির কথা জানা যায়।

দুপুরে উপজেলা খাদ্য গুদামে মির্জাপুরের আমন সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাব্বীর আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার প্রমুখ।

এবছর মির্জাপুরে ৫২১ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে বলে জানা গেছে। তিন ধাপে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে উস্মুক্তভাবে ধান ক্রয় করা হবে বলে খাদ্য গুদাম সূত্রে জানা গেছে।
প্রথম দিন উয়ার্শী ইউনিয়নের মোস্তমাপুরের কৃষক পন্ডিত আলী এবং নাগরপাড়া গ্রামের কৃষক দীন ইসলামের কাছ থেকে ৫০ মণ করে মোট ১০০ মণ ধান ক্রয় করা হয়।