চিকিৎসক ছিড়ে ফেললেন মুক্তিযোদ্ধার সনদ,বঙ্গবীর হাসপাতালে

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ছিড়ে ফেললেন মুক্তিযোদ্ধার সনদ।
টাঙ্গাইলের রসুলপুর মহেড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূইয়া তার মাজা ও পায়ের জয়েন্টের হাড় ফেটে যাওয়ায় গত ১৭ নভেম্বর চিকিৎসা নিতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
গত ২১ নভেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার সকালে ভিজিট করতে এসে রোগির ফাইল দেখেন। ফাইলে রাখা মুক্তিযোদ্ধা শাজাহানের মুক্তিযুদ্ধের সনদ দেখে ক্ষিপ্ত হন এবং বলেন ‘‘এই সনদ কি রোগির চিকিৎসা করবে, না ডাক্তার করবে’’ বলে সনদটি ছিড়ে ফেলে দেন।
ডাক্তারের এ আচরণে জেলায় ক্ষোভ দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধার সনদ ছিড়ে ফেলার এই ঘটনার বিচার দাবি করেছেন টাঙ্গাইলবাসি।
এদিকে এ ঘটনার বিচারের দাবিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম আজ হাসপাতাল পরিদর্শন করেছেন।
অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন। আর জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলছেন।
পরিবারের সদস্যরা বলছেন, মুক্তিযুদ্ধের সনদ দেখিয়েই ভর্তি করানো হয় এবং রোগির ফাইলে তা রাখা হয়। এক্ষেত্রে চিকিৎসক সনদ দেখে কেন ক্ষিপ্ত হয়ে তা ছিড়ে ফেললেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এর বিচার চাই।