বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর শনিবার দুপুরে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সাবেক মহাব্যবস্থাপক ডা. আজিজুর রহমমান রাজু।
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি রওশন আরা খানের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদ্দুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের শম্ভুনাথ চক্রবর্তী, আকরাম হোসেন কিসলু প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। বিকেলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।