টাঙ্গাইলে জমি সংক্রান্ত জেরে এক বৃদ্ধ নিহত

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০২ পিএম, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | ৫৩৮

আবাদি জমিকে কে কেন্দ্র করে তর্ক বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে সুবল দেব (৬০) নামের হিন্দু বৃদ্ধ নিহত হয়েছে।  

টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে শুক্রবার সকালে স্টুডেন্ট ক্লাব মাঠের পাশে এ ঘটনা ঘটে।   

স্থানীয়রা জানায়, আবাদি জমিকে কে কেন্দ্র করে দু'পক্ষের মাঝে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।   এসময় সুবল দেব (৬০) নামের হিন্দু বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে।   তৎক্ষণাৎ তাকে বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালা হয়।  স্থানীয় ডাক্তার এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।