মহালছড়িতে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত


খাগড়াছড়ির মহালছড়ি সদর উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে বাজারের একটি ফার্ণিচারের কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, মহালছড়ি বাজারের প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান গুলো গত ৫ মাস আগেও অগ্নিকাণ্ডে ক্ষতির সম্মুখীন হয়েছিল।
ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে বলে জানান তিনি।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন ঊর্মি জানান, সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার জন্য তালিকা তৈরী করা হচ্ছে এবং যথাসময় ক্ষতিগস্তদেরকে প্রদান করা হবে।