গোপালপুরে ৪৭তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

মো.নুর আলম, গোপালপুর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ | ৩৭৮
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের গোপালপুর শাখার আয়োজনে, যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচী মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
 
১১ নভেম্বর, এর অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মী বৃন্দ। সকাল ১১ ঘটিকায় বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
 
উক্ত রেলিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হবে গোপালপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে রেলিটি শেষ হয়।
 
এতে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার, আওয়ামী লীগের সাবেক সভাপতি এইস এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ঝাওয়াইল
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম তরফদার, যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, লাভলু মাস্টার, সোহেল, মানিক হাসান মিলু প্রমুখসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন নেতাদের নেতাকর্মীবৃন্দ। এবং সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে পালন করা হবে।