প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জাপুরে যুবলীগের মিলনমেলা


টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে উপজেলা সদর যুবলীগের মিলনমেলা পরিনত হয়েছিলো।
যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউেিনট যুবলীগের নেতাকর্মীদের আগমনে মুখরিত হয়ে উঠে উপজেলা সদর।
উপজেলা যুবলীগের পক্ষ থেকে প্রথমে মুতিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজ রোডস্ত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়।।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন ইউনিটের যুুবলীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের নেতৃবৃন্দদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং যুবলীগকে আরো গতিশীল ও সকল শ্রেণি পেশার মানুষের আস্থার সংগঠন হিসেবে গড়ে তোলা নিয়ে আলোচনা করেন।